সিডনিতে ১৮ ডিসেম্বর বিজয় মেলা
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বিজয় মেলার আয়োজন করেছে 'সিডনি বিডি হাব'।
মেলায় সংগীত পরিবেশন করার জন্য ইতোমধ্যে সিডনি পৌঁছেছেন বাংলাদেশের খ্যাতিমান বাউলশিল্পী শফি মণ্ডল ও তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আয়েশা জেবিন দিপা।
'চলো বিজয়ী বীর, বাঙালির সেই বিজয় মেলায়' স্লোগান নিয়ে এবারের বিজয় মেলা সাজানো হয়েছে কিছুটা ভিন্ন ধারায়। অস্ট্রেলিয়াপ্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও অবদান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়াও, ওইদিন রাস্তায় জাতীয় পতাকা নিয়ে বিজয় দিবসের র্যালি করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
সংগঠনের সভাপতি আব্দুল খান রতন বলেন, 'অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ৪টা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। সিডনিতে এত বিশাল আকারে এর আগে আর কখনো বিজয় দিবস উদযাপিত হয়নি। সেই হিসেবে আমরা আশা করছি প্রচুর প্রবাসীর সমাগম হবে এবং এটি মুক্তিযুদ্ধের চেতনার সব প্রবাসীর মিলন মেলায় পরিণত হবে।'
মেলায় থাকছে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, নাচ, কবিতাসহ বিভিন্ন পরিবেশনা। থাকছে রকমারি খাবার, শাড়ি ও গহনাসহ বিভিন্ন স্টল। মিন্টু ট্রেন স্টেশনের খুব কাছেই অনুষ্ঠিত হচ্ছে এই বিজয় মেলা।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক ও সাংবাদিক
Comments