বিজয় দিবস উপলক্ষে বেনাপোলে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের ৪টি মিষ্টির কার্টুন উপহার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ সদস্যদের ৪টি মিষ্টির কার্টুন উপহার দেওয়া হয়।

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার এস আই শ্রী পাওয়ানের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সীমান্তে দায়িত্বরত ২ বাহিনীর মাঝে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল চেকপোস্টে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দেওয়া হয়ে থাকে।'

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

10h ago