রসিক নির্বাচন

রংপুরবাসীকে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন দিতে চাই: স্বতন্ত্র প্রার্থী মিলন

মিলন
আজ বুধবার সকালে সংবাদ সম্মেলন করেন রসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী লতিফুর রহমান মিলন। ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী লতিফুর রহমান মিলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন মিলন। তিনি পেশায় ব্যবসায়ী এবং জেলা ও বিভাগীয় ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

মিলন বলেন, আমার উপলব্ধি রংপুরের মানুষকে দুর্নীতিমুক্ত ও নাগরিক সুবিধা সম্বলিত সিটি করপোরেশন দেওয়া প্রয়োজন। রংপুরের মানুষকে এগিয়ে নেওয়া প্রয়োজন। আজকে যারা ভবিষ্যত প্রজন্ম, তাদের জন্য রংপুরে কোনো কর্মসংস্থান নেই। নারীদের কোনো কর্মসংস্থান নেই। এসব উপলব্ধি থেকে আমার এই নির্বাচন করা।

নারীদের দুর্বিষহ অবস্থা। নির্বাচন করতে এসে আরও পরিষ্কার হয়েছি, সামান্য আয়ও তাদের কাছে কঠিন ব্যাপার। বাচ্চাকে চকলেট কিনে দেওয়ার সক্ষমতাও তাদের নেই, বলেন তিনি।

মিলন আরও বলেন, আমি ব্যাপক সাড়া পেয়েছি। এগুলোকে আমি সংশোধন করতে চাই। রংপুরের মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতিমুক্ত হতে চায়। জয়ের ব্যাপারেও আমি শতভাগ আশাবাদী। মহাপরিকল্পনা না, সাদামাটা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা রংপুর সিটিকে গড়ে তুলতে চাই।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama

Former spokesperson for Students Against Discrimination (SAD) Umama Fatema yesterday alleged corruption among the platform’s leaders.

22m ago