গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি স্বজনের

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের স্বজনসহ সর্বস্তরের মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনরা৷

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা সাংবাদিকদের এ দাবির কথা জানান।

শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় বলেন, 'বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে দূতাবাসগুলোর মাধ্যমে জানানো হয়নি এখনো। জাতি জানতে চায়, সরকার কেন তাদের ফিরিয়ে আনতে পারল না?'

সৈয়দ মোর্শেদ আলীর সন্তান তাহমিনা খান বলেন, '১৪ ডিসেম্বরের বীভৎসতার স্বীকৃতি আমাদের দাবি। স্বজনদের রক্তের দাবি আমরা ছাড়ব না। সেই গণহত্যার কথা পৃথিবীতে তুলে ধরুন। পরবর্তী প্রজন্মও যেন এই দাবিতে সোচ্চার থাকে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago