শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বজনের শ্রদ্ধা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

আজ বুধবার ভোর থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন সব শ্রেণি-পেশার মানুষেরা।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই রাজধানীসহ বেশ কয়েকটি এলাকা থেকে আসা লোকজন রায়েরবাজারে আসতে শুরু করেন। তারা সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতীকী অবস্থান কর্মসূচি। ছবি: প্রবীর দাশ/স্টার

এ দিকে, রাজধানী ও আশপাশের সাধারণ মানুষের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষই শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন। হাতে আছে ফুলের তোড়াসহ ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসর রায়েরবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

56m ago