টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলশিক্ষার্থী নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। 

সোমবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঘাটাইল উত্তর পাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮) ও চান্দসী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাকিব হাসান (১৮)। তারা দুজনই ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষার্থী সিয়াম (১৮) বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তিন বন্ধু মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপরজন গুরুতর আহত হয়।'

Comments

The Daily Star  | English

Delaying elections lead to public concerns: Fakhrul

Criticising the chief adviser's recent suggestion to lower the voting age to 17, Fakhrul said the move would put the Election Commission (EC) on pressure.

1h ago