ময়নামতিতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার ময়নামতির টিপবাজার এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক চান মিয়া।

নিহতরা হলেন—দেবপুরের শরিফপুর এলাকার আইয়ুব আলী মেম্বারের ছেলে বাতেন (৩৩) ও ময়নামতির বিন্দিয়ারচর এলাকার ভাড়াটিয়া বরুড়া পোনতলা এলাকার মোখলেস মিয়ার ছেলে মিজান (৩৫)।

উপপরিদর্শক চান মিয়া জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে সিলেটমুখী নিউ জনতা বাস ময়নামতিমুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এতে থাকা ২ আরোহী নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago