আন্তর্জাতিক শিপিং ব্যবসায় বিএসসি অনন্য উচ্চতায় পৌঁছাবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিএসসির সাধারণ সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিপিং ব্যবসায় বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, কেবল শেয়ারহোল্ডারদের কারণেই মৃতপ্রায় বিএসসি এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।

আজ রোববার চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির সাধারণ সভায় অংশ নিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নৌ প্রতিমন্ত্রীর ভাষ্য, 'বিএসিকে আরও শক্তিশালী করতে ২০১৮-১৯ অর্থবছরে এর বহরে  ৬টি নতুন জাহাজ সংযোজিত হয়েছে। চলতি অর্থবছরে বিএসসি ২২৫ কোটি টাকা মুনাফা করেছে, যা সম্ভব হয়েছে কেবল সরকারের সঠিক দৃষ্টিভঙ্গির কারণে।'

তিনি বলেন, 'লাভের একটি অংশ আমরা শেয়ার হোল্ডাদের দিচ্ছি। গত বছর ১২ শতাংশ লভ্যাংশ আমরা দিয়েছি। এ বছর তা বাড়িয়ে ২০ শতাংশ দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের প্রতি আমাদের সম্মান আছে।'

এছাড়া বিএসসিকে আরও গতিশীল করতে জাতীয় সংসদে দ্য বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল প্রোটেক্ট অ্যাক্ট পাস করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, 'দক্ষ নাবিক তৈরির জন্য ৫টি অ্যাকাডেমি তৈরি করা হয়েছে। আরও ৩টির কাজ চলমান আছে। এছাড়া আমরা বরিশাল, কুড়িগ্রাম ও মাদারীপুরে ৩টি ইনস্টিটিউটও আমরা তৈরি করব।'

Comments

The Daily Star  | English
Grameen Bank ownership changes in Bangladesh

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago