নয়াপল্টনে সংঘর্ষ-বিস্ফোরণ: বিএনপির আরও ১৪ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ১

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: সংগৃহীত

গত ৩ ও ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির আরও ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাদের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৩ ডিসেম্বর বোমা বিস্ফোরণের ঘটনায় করা বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে ১২ জনকে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তারা হলেন- মো. রবিউল ইসলাম, মো. ইশতিয়াক ইমন, আবু জাফর হিমেল, মো. মেহেদী হাসান তুষার, রফিক ব্যাপারী, মাহবুব আলম রবিন, মো. শরফরাজ মিয়া, মো. রহমত উল্লাহ, রুহুল আমিন, মো. সোহেল হাওলাদার, আল আমিন ও মো. মামুন।

এদিকে গত ৭ ডিসেম্বরে নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মো. জাবেদ আহমেদ ও মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমকে ২ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত।

৭ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত বিএনপির ৪৫৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও রয়েছেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago