আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ হাজার সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, 'সমাবেশ করা বিএনপির মৌলিক অধিকার। আমরা অনুমতি দিয়েছি, সেখানে তো কোনো অবৈধ জমায়েত হচ্ছে না। আমাদের ২০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে কাজ করছেন। সুন্দরভাবে যাতে বিএনপি সমাবেশ করতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।'
আজ শনিবার নয়াপল্টনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আজ শনিবার এমনিতেই ছুটির দিন। যাদের কাজ নেই, তারা বের হচ্ছেন না। এজন্য চাপও কম। তবে পরিস্থিতি স্বাভাবিক। ২ দিন আগে যেহেতু একটি ঘটনা ঘটেছে, মানুষজন খুব একটা বের হচ্ছে না।'
নয়াপল্টন এলাকা বন্ধ রাখার বিষয়ে ডিবি প্রধান বলেন, 'এখন আপনারা চাইলে ওদিকে যেতে পারবেন।'
নাশকতার কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
Comments