রাজনীতি

বিএনপির শনিবারের সমাবেশের দায়-দায়িত্ব সরকারের: মির্জা ফখরুল

আগামী শনিবারেই ঢাকায় বিএনপির পূর্ব নির্ধারিত গণসমাবেশ অনুষ্ঠিত হবে- এমন প্রত্যয় ব্যক্ত করে এই সমাবেশ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার ফাইল ফটো

আগামী শনিবারেই ঢাকায় বিএনপির পূর্ব নির্ধারিত গণসমাবেশ অনুষ্ঠিত হবে- এমন প্রত্যয় ব্যক্ত করে এই সমাবেশ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, 'এর (সমাবেশের) দায়-দায়িত্ব থাকবে সরকারের।

কোথায় সমাবেশ হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'এটা জানিয়েছি। আবার জানাবো।'

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে 'অবরুদ্ধ' নয়াপল্টনে আসেন মির্জা ফখরুল। তার গাড়ি নাইটিংগেল মোড়ে আসলে পুলিশ তাকে আটকে দেয়। এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এর আগে মির্জা ফখরুল গাড়ি থেকে নেমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব সরকারকে বলেন, 'আমি আমার পার্টি অফিসে যেতে চাই।'

ওই পুলিশ কর্মকর্তা তখন বিএনপি মহাসচিবকে 'স্যার' সম্বোধন করে বলেন, 'ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি অফিসে কারো প্রবেশাধিকার নেই।'

মাঝে কিছু কথোপকথনের পর মির্জা ফখরুল আবারও জানতে চান, 'আমি আবার অফিসে যেতে পারবো কিনা?'

তখন যুগ্ম কমিশনার বলেন, 'ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কেউ অ্যালাউড না। নো বডি অ্যালাউড টু গো।'

পরে এখান থেকে বিএনপি মহাসচিব গুলিতে নিহত পল্লবী ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেনের মরদেহ দেখতে যান এবং তার পরিবারকে স্বান্তনা দেন।

 

 

Comments

The Daily Star  | English

A bright spot: Govt project costs Tk 100cr less than estimate

There is a common allegation that the actual implementation costs of government projects inevitably exceed the estimated costs due to a number of reasons, including time extensions and unnecessary expenditures.

1h ago