সৌদিতে মানবপাচারে জড়িত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
সৌদি আরবে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ঢাকার নয়াপল্টন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রহমত উল্যা ও তার সহযোগী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিউটি বেগম। এদের মধ্যে রহমত উল্যা মানবপাচারকারী চক্রের হোতা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক দ্য ডেইলি স্টারকে বলেন, তাদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। তারা ভুয়া ট্রাভেলস্ এজেন্সি খুলে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি ও নানা সুবিধা দেওয়ার লোভ দেখিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এই চক্রের কিছু সদস্য সৌদি আরবেও আছে। তারা সেখানে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করতেন। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments