নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ২

নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ২
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্স। ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা পৌর শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি জানান, চলতি বছরের একটি নাশকতার মামলায় ছাত্রদলের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ২ জনকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, '১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে বিশেষ অভিযানের নামে পুলিশ ধরপাকড় চালাচ্ছে। এটা আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা মাত্র।'

তিনি আরও বলেন, 'সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতিসহ নেতা ও কর্মীদের অংশগ্রহণের কথা ছিল। পুলিশের এমন ধরপাকড় অভিযান মহাসমাবেশকে পণ্ড করার জন্য।'

Comments