যুবদল সভাপতি টুকুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ সভাপতি নুর ইসলাম নয়ন ও টুকুর একান্ত সহকারি মোকলেসকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১১টা ১০ মিনিটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী গণসমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার এলাকায় তাদেরকে গাড়ি থেকে বের করে আটক করে নিয়ে গেছে।
এ বিষয়ে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে পুলিশের বিভিন্ন উইংয়ে যোগাযোগ করা হলেও তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করা যায়নি।
এদিকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দারুস সালাম থানায় আছেন বলে দাবি করেছেন তার স্ত্রী সায়মা পারভীন।
রাত সাড়ে ১২টায় দারুস সালাম থানার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমার স্বামী এই থানাতেই আছেন। থানার বাইরে তার সাদা গাড়ি রয়েছে। কিন্তু থানার ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।'
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
থানার ডিউটি অফিসার ইমরান হোসেন রাজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'সালাউদ্দিন টুকুর আটকের বিষয়ে এ মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই।'
Comments