গার্মেন্ট শ্রমিক সংহতির ৩৩ সদস্যের নতুন কমিটি

গার্মেন্ট শ্রমিক সংহতির নতুন কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

তাসলিমা আখতারকে সভাপ্রধান ও বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার গার্মেন্ট শ্রমিক সংহতির ২ দিনব্যাপী কাউন্সিলের শেষ দিন দুপুর ২টায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই কমিটি গঠিত হয়।

এই কাউন্সিল কমিটি গঠনের সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদকের রিপোর্ট, গঠনতন্ত্র ও ঘোষণাপত্রসহ অন্যান্য আভ্যন্তরীণ কাগজপত্রের সংশোধনী সবার সম্মতিক্রমে নেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দীপক রায় ও নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক শাহীদা, স্বাস্থ্য সহায়তা বিষয়ক সম্পাদক রূপালী আক্তার এবং রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ শিমুল।

কাউন্সিলে মোট ৩৩ সদস্যের কমিটির ১৪টি পদ নিয়ে সম্পাদকমণ্ডলী, নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় বর্ধিতসভা, উপদেষ্টামণ্ডলী গঠন এবং বিভিন্ন নারী ও গবেষণা সেল গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটিতে ৭ জন নারী সদস্য বিভিন্ন দায়িত্বের জন্য নির্বাচিত হন।

Comments