ফরিদপুরে পুলিশের ওপর হামলা

বিএনপির ২১ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের সদরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার বিকেলে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, ককটেল ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার দ্য ডেইলি স্টারকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্লা (৪৮) সহ চার জনকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদরপুরের কৃষ্ণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবদল নেতা তরিকুলকে পুলিশ আটক করে।

পুলিশ জানায়, সদরপুর সরকারি কলেজের সামনে যুবদল ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফায়েকুজ্জামান ও দুই কনস্টেবল আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে পুলিশের দাবি নাকচ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বলেন, যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। তারপর টায়ারে আগুন দেওয়া, সড়ক অবরোধ, পুলিশের উপরে হামলা, ককটেল ফাটানো এসব কথা মিথ্যাচার। সারাদেশেই পুলিশ এই একই নাটক করে বেড়াচ্ছে। তাদের সব গায়েবি ব্যাপার।

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Election in first half of ’26 is not unreasonable, but Dec ’25 is doable

Whatever the differing stances of various political parties may be, people in general would prefer to exercise their franchise.

13h ago