১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে দুঃস্বপ্ন দেখছে সরকার: মির্জা ফখরুল

ফখরুল রাজশাহী
রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে গণসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এমরান হোসেন/ স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে।

আজ বিকেলে রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে গণসমাবেশে তিনি বলেন, 'আমাদের ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে হবে। আমরা আগেও সেখানে সমাবেশ করেছি এবং আবারো শান্তিপূর্ণভাবে সমাবেশ করব।'

মির্জা ফখরুল বলেন, '১০ তারিখে সমাবেশ করতে চাই। সরকারের এনিয়ে ঘুম নেই। নিজেরা নিজেরা বলাবলি শুরু করছে তখতে তাউস উল্টে যাবে। জনগণের উপর কোনো আস্থা নেই। আস্থা নেই বলেই প্রতি মুহূর্তে ভয় পায়, দুঃস্বপ্ন দেখে। বিএনপি আইলো, তারেক রহমান আইলো। এর আগেও নয়াপল্টনে বহু সমাবেশ করেছি কই কোনোদিন তো সমস্যা হয়নি। আজকে আপনারা জানেন আপনারা অনেক খারাপ করেছেন।'

শনিবার বিকেলে রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: এমরান হোসেন/ স্টার

বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরাই (সরকার) বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে এবং বিএনপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, 'আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় পরিবর্তনের জন্য আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়। আমাদের আন্দোলন মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, দেশে একটা সুষ্ঠু, সুন্দর ও শান্তিময় পরিবেশ তৈরি করার আন্দোলন।'

বর্তমান সরকারের এক যুগের নিপীড়ন-নির্যাতন থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে তিনি বলেন, 'এভাবে আর কতকাল আমরা কষ্ট করব। আমরা উঠে দাঁড়াব, রুখে দাঁড়াব, রুখে দাঁড়াতেই হবে। আমাদের দেয়াল পিঠ ঠেকে গেছে। এই ভয়াবহ দানব, যে আমাদের সব কিছু ছারখার করে দিচ্ছে, তাকে যদি সরাতে না পারি আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা টিকবে না, আমাদের সব অর্জন সব শেষ হয়ে যাবে।'

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা এই আন্দোলন শুরু করেছি। আমাদের পরিষ্কার কথা যে, এবার শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে।'

'সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সেই নির্বাচনের মধ্যদিয়ে একটা পার্লামেন্ট গঠন হবে, যে পার্লামেন্টে আন্দোলনের সব দলকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে, জাতীয় সরকার গঠন করবেন', যোগ করেন তিনি।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, 'আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়। তারা লুটেরা দলে পরিণত হয়েছে। নিজেরা সম্পদ লুট করে পাহাড় বানাচ্ছে, বিদেশে অর্থপাচার করছে, ইসলামী ব্যাংকের টাকা নামে-বেনামে ঋণের নামে লুট করছে। আওয়ামী লীগ দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে ফেলেছে।'

 

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

1h ago