পাবনা বিসিকে যোগ হচ্ছে ৩১ শিল্প প্রতিষ্ঠান

পাবনা বিসিক : যোগ হচ্ছে ৩১ শিল্প প্রতিষ্ঠান
পাবনা বিসিক শিল্পনগরীতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। ছবি: আহমেদ হুমায়ুন কবির তপু/স্টার

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিসিক শিল্পনগরী স্থাপন করা হলেও, কালের বিবর্তনে পাবনার বিসিকে এখন ভারি শিল্প উদ্যোক্তারা বিনিয়োগ করছেন। এ কারণে জমে উঠছে এ শিল্পনগরী।

দেশের অন্যতম পুরনো এ শিল্পনগরী খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য পরিচিতি পেয়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় পাবনা বিসিক শিল্পনগরীর আয়তন ইতোমধ্যে ২ দফায় বাড়িয়ে এখন ১২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

১৯৬২ সালে ৮৩ একর জায়গায় প্রতিষ্ঠা হয় পাবনা বিসিক শিল্পনগরী। ধীরে ধীরে প্রকল্প এলাকা বেড়ে ১১০ একর জায়গায় ৪৭৪ প্লটে ১৭২ কারখানা স্থাপিত হয়।

পরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় ২০১৬ সালে বিসিক এলাকা আরও ১৫ একর বাড়ানো হয়।

নতুন এলাকায় আরও প্রায় ১০০ প্লটে ৩১ শিল্প প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন শুরু করলেও, এখনো ১২ শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন আছে। নতুন করে গড়ে উঠা এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু ভারি শিল্প প্রতিষ্ঠান আছে।

পাবনা বিসিক কার্যালয় সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, এ শিল্পনগরীর ২০৩ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে ১৮৩ প্রতিষ্ঠান পুরোদমে চালু। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ১০ হাজারের বেশি মানুষ।

পাবনা বিসিক শিল্পনগরীতে সবগুলো প্রতিষ্ঠান চালু হলে ১৩-১৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

পাবনা বিসিক : যোগ হচ্ছে ৩১ শিল্প প্রতিষ্ঠান
পাবনা বিসিক শিল্পনগরী। ছবি: আহমেদ হুমায়ুন কবির তপু/স্টার

পাবনা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বিসিকের পুরনো প্লটগুলোয় প্রতিষ্ঠিত কারখানাগুলোর বেশিরভাগই চালু আছে। পুরনো ইউনিটে ১ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রতি বছর ৮০০ কোটি টাকার বেশি পণ্য উৎপাদন করা হচ্ছে।'

তিনি জানান, পাবনা বিসিক শিল্পনগরী এলাকার পুরনো ইউনিটে চলমান কারখানাগুলোর বেশিরভাগই খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা। চাল, আটা, ডাল, তেলসহ বেশ কয়েকটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে আছে। প্রতি বছর পুরনো ইউনিট থেকে প্রায় ৮০০ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়, এর সিংহভাগই খাদ্যপণ্য।

পাবনা বিসিকের সম্প্রসারিত এলাকায় ২৮৩ কোটি টাকা বিনিয়োগ করে প্রতি বছর প্রায় ৭৬৫ কোটি টাকার পণ্য উৎপাদিত হবে বলে জানান বিসিকের ডিজিএম।

সম্প্রসারিত এলাকায় স্টিল কারখানা, লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানসহ অন্যান্য ভারি শিল্প প্রতিষ্ঠান আছে।

এক সময় পুরনো পদ্ধতির চালকলের আধিক্য ছিল। এখন সেগুলো অত্যাধুনিক রাইস মিল।

পাবনা বিসিকে স্থাপিত হয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান এ আর স্পেশালাইজড রাইস মিল। এ ছাড়াও, এখানে অটো ফ্লাওয়ার মিল, ডাল মিল, তেল মিলসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনা বিসিক থেকে প্রতিদিন প্রায় ৬০০ মেট্রিক টন চাল, ৫০০ মেট্রিক টন আটা, ৪০০ মেট্রিক টন ডাল, প্রায় ২০০ মেট্রিক টন তেল উৎপাদিত হচ্ছে, যা দেশের বাজারে খাদ্যপণ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।

পাবনা বিসিক শিল্পনগরীর স্টেট অফিসার আব্দুল লতিফ ডেইলি স্টারকে বলেন, 'খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, অটোমোবাইল কারখানা, স্টিল কারখানাসহ বেশ কয়েকটি ভারি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। পাবনা বিসিকের উৎপাদিত পণ্য থেকে প্রতি বছর প্রায় শত কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করা হয়। ভারি শিল্প প্রতিষ্ঠান চালু থাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোও প্রাণচাঞ্চল্য পেয়েছে।'

তিনি জানান, পাবনা বিসিক শিল্পনগরীতে গ্যাস সরবরাহ সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব সাব-স্টেশনসহ উৎপাদন সহায়ক পরিবেশ নিশ্চিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পাবনা বিসিকে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক মো. খাইরুল বাশার ডেইলি স্টারকে বলেন, 'পাবনা বিসিকে উৎপাদন সহায়ক পরিবেশ থাকলেও উৎপাদিত পণ্য পরিবহন নিয়ে এখনো দুর্ভোগ পোহাতে হয়। বিসিক এলাকার রাস্তা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি না হওয়ায় পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়।'

তিনি আরও বলেন, 'বৃষ্টি হলেই পুরো বিসিক এলাকায় জলাবদ্ধতা হয়। পণ্য ওঠা-নামায় সমস্যা হয়। বিসিকের ভেতরে রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগিদ দিলেও কোনো কাজ হচ্ছে না।'

পাবনা বিসিক শিল্পনগরীর ডিজিএম রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ইতোমধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ চলমান আছে। শিগগিরই এ সংকট কেটে যাবে।'

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

1h ago