শিগগির সুদহার সীমা তুলে নেওয়ার সম্ভাবনা নেই: বাংলাদেশ ব্যাংক
শিগগির ব্যাংকের সুদহার সীমা তুলে নেওয়ার সম্ভাবনা নেই বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, 'আমরা একটি ভালো সময়ের জন্য অপেক্ষা করছি। সুদহারের সীমা তুলে নেওয়া হবে। কিন্তু এখন এর সঠিক সময় নয়।'
তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ভোক্তা ঋণের সুদের হার শিথিল করেছে।'
বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পর্কে গভর্নর বলেন, 'বাজারকেই এটা নির্ধারণ করতে দেবে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর আবদুর রউফ তালুকদার আরও বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক কখনোই কোনো আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। শুধু কিছু বিলাসবহুল পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে।'
Comments