এনআইডি সেবা হাতে রাখতে ইসি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি

এনআইডি সেবা হাতে রাখতে ইসি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখতে প্রয়োজনে কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

এই দাবিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব জাহাঙ্গীর আলমের কাছে পৃথক স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সংগঠনটি। তারা বলেছেন, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেষণে সরকারি কর্মকর্তাদের পাঠানো বন্ধ এবং কমিশনের শূন্য পদ পূরণেরও দাবি জানান তারা।

সমিতির সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান জানান, দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর কালো ব্যাজ ধারণ এবং ৮ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, এনআইডি কার্যক্রম স্থানান্তর সরকারের সিদ্ধান্ত। তিনি বলেন, 'কমিশন ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। সরকারের সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন করতে হবে। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও এতে একমত।'

রোববারের মধ্যে দাবি পূরণ করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।'

অক্টোবরে, মন্ত্রিসভা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন খসড়া আইনে এনআইডি কার্ড দেওয়ার কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

২০২১ সালের মে মাসে, প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এরপর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

সমিতির পক্ষ থেকে বলা হয়, ভোটার তালিকার তথ্যভাণ্ডার থেকে এনআইডি কার্ড তৈরি করা হচ্ছে বলে এই দায়িত্ব ইসির হাতে থাকা যৌক্তিক। ভোটার তালিকা তৈরি এবং এনআইডি কার্ড অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। এতে সরকারের অর্থ সাশ্রয় হচ্ছে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago