এসএসসি ২০২২: শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৭৫

ছবি: প্রবীর দাশ/স্টার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, দেশের মোট ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

আজ সোমবার আজ সোমবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়।

ফলাফলে বলা হয়েছে, দেশের মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

গত বছর শতভাগ পাস করেছে ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

Comments

The Daily Star  | English
ACC probing AL's 15yrs of financial irregularities

Awami League tenure: ACC probing 15yrs of financial irregularities

The Anti-Corruption Commission (ACC) has launched an investigation into alleged corruption by individuals, financial institutions, industrial groups, and loan defaulters during the Awami League’s 15-year tenure, which it claims led to the destruction of the country’s financial system.

6h ago