টানা ৫ দিন ধরে চীনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

চীনে করোনার রেকর্ড : গত টানা ৫ দিন ধরে চীনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড চলছে।
বেইজিংয়ে মেডিকেল বর্জ্য সরাচ্ছেন কর্মীরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ যখন কমছে তখন এর উৎপত্তিস্থল চীনে এর শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত টানা ৫ দিন ধরে চীনে করোনার সংক্রমণ নতুন রেকর্ড করে চলছে। আজ দেশটিতে নতুন ৪০ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল তা ছিল ৩৯ হাজার ৫০৬ জন।

চীনে 'শূন্য করোনা' নীতি নেওয়ার পরও গুয়াংঝু ও চংকিংর মতো বড় শহরগুলোয় হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনে করোনার সংক্রমণ বাড়ার কারণে এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোয় আজ দরপতন হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হংকং পুঁজিবাজারে আজ সকালে ৪ শতাংশ দরপতন হয়েছে। এ ছাড়াও, চীনের সিএসআইয়ে দরপতন হয়েছে ২ শতাংশ।

অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের পুঁজিবাজারগুলোয় মন্দা চলছে বলেও এতে জানানো হয়।

এমন পরিস্থিতিতে দিনের শুরুতে ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ান বিক্রি হচ্ছে ৭ দশমিক ২৩ এ, যা করেছে গত ১০ নভেম্বরের মধ্যে সর্বনিম্ন।

Comments

The Daily Star  | English
Adani

Adani, under bribery scrutiny, pressed by Bangladesh to reopen power deal

Bangladesh's interim govt has accused Adani Power of breaching a multi-billion-dollar agreement by withholding tax benefits

2h ago