কঠোর ‘শূন্য করোনা’ নীতির প্রতিবাদে সাংহাইয়ে বিক্ষোভ

সাংহাইয়ে বিক্ষোভ : চীন সরকারের কঠোর ‘শূন্য করোনা’ নীতির প্রতিবাদ
সাংহাইয়ে মোমবাতি জ্বালিয়ে সরকারবিরোধী বিক্ষোভ। ছবি: রয়টার্স

করোনাভাইরাস বিস্তার রোধে চীন সরকারের কঠোর 'শূন্য করোনা' নীতির প্রতিবাদে দেশটির প্রধান বাণিজ্যিক শহর সাংহাইসহ বেশ কয়েকটি শহরে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার চীনের পশ্চিমাঞ্চলীয় শিংজিয়ান প্রদেশের রাজধানী উরুমকির এক বহুতল ভবনে আগুনে ১০ জনের মৃত্যুর পর দেশজুড়ে মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্টে বলা হয়, সেই ভবনটিতে আংশিক লকডাউন কার্যকর থাকায় সেখানকার বাসিন্দারা আগুন লাগার পরও ঘর থেকে বের হতে পারেননি।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গতরাতে চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ের উলুমুকি সড়কে বহু মানুষ মোমবাতি জ্বালিয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন। সেই বিক্ষোভ আজ ভোর পর্যন্ত চলে।

বিক্ষোভকারীরা 'উরুমকি থেকে লকডাউন তুলে নাও', 'শিনজিয়াং থেকে লকডাউন তুলে নাও', 'পুরো চীন থেকে লকডাউন তুলে নাও' স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সেসময় অনেকে 'শি জিনপিংয়ের পতন হোক! কমিউনিস্ট পার্টির পতন হোক' স্লোগানও দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড্যান ম্যাটিংলি রয়টার্সকে বলেন, 'বিক্ষোভের এই ঘটনা কমিউনিস্ট পার্টির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।'

তবে তা শি জিনপিংয়ে ক্ষমতায় থাকতে কোনো দৃশ্যমান হুমকি তৈরি করবে না বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

31m ago