২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য আজাদ সাময়িক বরখাস্ত

২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য চোখে দেখতে পাচ্ছেন
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আহত পুলিশ সদস্য মো. নুরে এ আজাদ। ছবি: শাহীন মোল্লা/স্টার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আহত পুলিশ সদস্য মো. নুরে এ আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার বিকেলে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিমউদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঘটনার দিন তার সঙ্গে ৪ পুলিশ সদস্য ডিউটিতে ছিলেন। সেদিন কোর্টের শুনানি শেষে তার অপেক্ষা করার কথা ছিল। কিন্তু তিনি অপেক্ষা না করে একাই ৪ জঙ্গিকে নিয়ে রাস্তায় বের হয়ে যান। দায়িত্বে অবহেলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'

গত ২০ নভেম্বর পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, কিল-ঘুষি মেরে প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেন তাদের সহযোগীরা।

রাজধানীর রায়সাহেব বাজার মোড় সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আহত পুলিশ সদস্য নুরে এ আজাদকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

11h ago