স্বৈরাচার উচ্ছেদে আমাদের সংগ্রাম চলবে: রুহিন হোসেন প্রিন্স

রুহিন হোসেন প্রিন্স
বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

এখন যারা ক্ষমতায় আছেন তারা নামে-বেনামে স্বৈরাচারের ভিত্তি আরও দৃঢ় করছে মন্তব্য করে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, যতক্ষণ না এ দেশ থেকে স্বৈরাচার উচ্ছেদ করতে পারছি রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আসবে না।

তিনি আরও বলেন, এ জন্য আমাদের সংগ্রাম চলবে।

আজ রোববার সকালে শহীদ মিলন চত্বরে ডা. মিলনের ম্যুরালে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, স্বৈরাচার উচ্ছেদ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারবিরোধী লড়ায়ে মিলনরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। জোটের রূপরেখা ছিল একটি ভালো নির্বাচন করা; মুক্তিযুদ্ধের চেতনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা; সাম্প্রদায়িক সংকট এলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা; রাজনৈতিক সংকট হলে পরস্পর আলোচনার মধ্যে দিয়ে সমাধান করা। ৩ জোটের সেই রূপরেখা এখনো প্রাসঙ্গিক। দুঃখের সঙ্গে বলতে হয়, নব্বইয়ের পরে এবং এখন যারা ক্ষমতায় আছেন, তারা এই রূপরেখা এবং আচরণবিধি মানেননি।

তিনি বলেন, স্বৈরাচার উচ্ছেদ করতে গেলে স্বৈরাচারের যে রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তি তা উচ্ছেদ করতে হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন, তারা নামে-বেনামে এ স্বৈরাচারের ভিত্তি আরও দৃঢ় করছে। যতক্ষণ পর্যন্ত এ দেশ থেকে স্বৈরাচার উচ্ছেদ করতে পারছি, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আসবে না। এর জন্য আমাদের সংগ্রাম চলবে।

Comments