‘সোহরাওয়ার্দী উদ্যান উপযুক্ত মনে করায় বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে’
সোহরাওয়ার্দী উদ্যান উপযুক্ত মনে করায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
আজ শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ঢাকা মহানগর পুলিশ যেখানে রাজি হয়েছে, সেই জায়গাটা তারা (বিএনপি) চেয়েছিল। সঙ্গে আরও অনেক জায়গা চেয়েছিল। ডিএমপি এই জায়গা (সোহরাওয়ার্দী উদ্যান) উপযুক্ত মনে করেছে, সেই জন্য এই জায়গা দিয়েছে। আওয়ামী লীগের দলীয় কিছু কর্মসূচি আছে, সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারা ব্যবহার করতে পারবে। এখন তারা (বিএনপি) কী বলছেন সেটা আমাদের জানা নেই।'
বিএনপি বলছে সরকার পল্টনে অনুমতি দিতে বাধ্য হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সরকার যেখানে মনে করেছে সব থেকে ভালো সেখানে ব্যবস্থা করেছে। তারা যদি এখন অন্য কিছু চিন্তা করেন...আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি...। আনুষ্ঠানিকভাবে যেটা এসেছিল তারা ৩টি জায়গা চেয়েছিল, তার একটি ছিল যেটা ডিএমপি কমিশনার জানিয়েছেন।'
'তারা চেয়েছিল সংসদের সমানে। সেখানে কাউকে দেওয়া হয় না। সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল তারা। আওয়ামী লীগ যেখানে কাউন্সিল করছে, সেখানেই দেওয়া হয়েছে। এটাই সবার জন্য উপযুক্ত মনে করছে ডিএমপি,' বলেন কামাল।
Comments