নাশকতার অভিযোগে নরসিংদীতে ৩ যুবদল নেতা আটক

নরসিংদী

নরসিংদীতে নাশকতার অভিযোগে ৩ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী সদরের চিনিশপুরে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-রায়পুরা থানা যুবদলের আহবায়ক নূর আহাম্মেদ চৌধুরী মানিক, সদস্য সচিব হুমায়ুন কবির ও রায়পুরা পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সামসুজ্জামান।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিএনপির নরসিংদী জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশকে ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখাতে গায়েবি, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।'

তিনি বলেন, 'নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে যেন আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল না হয়। আজ সন্ধ্যায় আমাদের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় আমার সামনে থেকে ৩ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।'

ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, 'আটক ৩ জনের বিরুদ্ধে  নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ আছে।'

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

19m ago