রাজশাহী

কৃষক লীগ নেতাকে পেটানোর অভিযোগ সংসদ সদস্যের অনুসারীদের বিরুদ্ধে

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক লীগের মোহনপুর উপজেলা ইউনিটের আহত সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শেখ হাবিবা। ছবি: সংগৃহীত

রাজশাহীতে আওয়ামী লীগের সংসদ সদস্যের অনুসারীদের বিরুদ্ধে কৃষক লীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ বুধবার দুপুরে মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

কৃষক লীগের মোহনপুর উপজেলা ইউনিটের আহত সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শেখ হাবিবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অনুসারী এনামুল হক বিজয়ের নেতৃত্বে ২৫ জনের একটি দল দুপুর ১টার দিকে হাবিবাকে সমাজকল্যাণ কার্যালয়ে লাঞ্ছিত করে। হামলার প্রতিবাদে হাবিবা উপজেলা সদরে অনশন শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করে।

হাবিবা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলাকারীরা আমাকে লাথি ও চড় মারেন।'

তাকে আওয়ামী লীগ কার্যালয়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় নেতারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালেও, তারা হাবিবাকে উদ্ধার করতে আসেনি।'

তিনি আরও বলেন, 'হাবিবা সংসদ সদস্যের নানা অপকর্মের বিরুদ্ধে কথা বলায় তিনি এবং তার লোকেরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।'

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ গ্রুপের ২ জন করে আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।'

এ ঘটনায় সংসদ সদস্য আয়েন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

Structural weaknesses, poor governance plague economic reform: Debapriya

“If there is no stability in the economy, no other reform will be sustainable,” he said.

2h ago