দায়িত্ব গ্রহণ করলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

আজ মঙ্গলবার সকালে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েন প্রমুখ।

জেলা পরিষদের প্রথম সভায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, 'জেলা পরিষদকে গতিশীল করা ও উন্নয়ন অব্যাহত রাখাই হবে আমার প্রধান কাজ।'

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানসহ নবনির্বাচিত সদস্যবৃন্দ।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago