‘১০ লাখ লোক জমায়েত হতে পারে এমন কোথাও যেতে হবে বিএনপিকে’

জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, 'বিএনপিকে অবশ্যই ১০ লাখ লোক জমায়েত হতে পারে এমন কোন জায়গায় যেতে হবে।'

আজ সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি সংগঠনের সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম দেখতে এসে এ কথা বলেন তিনি।

নানক বলেন, 'তারা (বিএনপি নেতারা) সমাবেশে ১০ লাখ লোকের করবেন- এ কথাটি বারবার বলছেন। তাদেরকে অবশ্যই ১০ লাখ লোক জমায়েত হতে পারে এরকম কোন জায়গায় যেতে হবে। এছাড়া যদি অন্য কোথাও যায়, ঢাকাবাসীকে যদি অশান্ত করে, বিশৃঙ্খলা তৈরি করে, অরাজকতা করে…তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায়।'

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, '২০১৪ সালে এই বিএনপি-জামাত এদেশে অরাজকতা সৃষ্টি করেছে, বাস পুড়িয়েছে, বাসের ভেতর মানুষ পুড়িয়েছে। কাজেই সাপ কে বিশ্বাস করা যায় তবু বিএনপি-জামাতকে বিশ্বাস করা যায় না। এই বিষধর সাপ নিয়ে আমরা অত্যন্ত সতর্ক।'

দল হিসেবে বিএনপির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে নানক বলেন, 'এই (বিএনপি) দলটির দেশের প্রতি কোন দায়িত্ববোধ নেই, দেশের মানুষের প্রতি কোন মমত্ববোধ নেই। কাজেই তারা অনেক চেষ্টা করছে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য।'

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago