জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি মাইনুল হাসান শামীম এবং আবু সিদ্দিক। ছবি: সংগৃহীত

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে গতকাল ঢাকার আদালত চত্বর থেকে ছিনতাইয়ের পর দায়িত্ব পালনে অবহেলার দায়ে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্বে অবহেলার কারণে ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে সাময়িক বরখাস্ত ৫ জন হলেন, মো. মতিউর  রহমান, পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র); মো. নাহিদুর রহমান ভুইয়া, এসআই (নিরস্ত্র); মো. মহি উদ্দিন পাল, এটিএসআই এবং কনস্টবল মো. শরিফ হাসান ও মো. আ. ছাত্তার।

২০১৫ সালের জাগৃতি পাবলিকেশনসের প্রকাশককে হত্যার দায়ে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল গত বছরের ফেব্রুয়ারিতে যে ৮ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় তাদের মধ্যে ২ আসামি হলো- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago