জিয়া-এরশাদের কায়দায় আর সরকার পরিবর্তন হবে না: কামরুল

কামরুল
ছবি: সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়া-এরশাদের কায়দায় বাংলাদেশে আর সরকার পরিবর্তন হবে না।

আজ শনিবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে আয়োজিত নগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, বিএনপি আবার চক্রান্ত করছে ২ বছরের জন্য বাংলাদেশে অনির্বাচিত সরকারের শাসন প্রতিষ্ঠার। কোনো অবস্থায় তা হবে না। তত্ত্বাবধায়ক সরকার হবে না। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। সংসদ বহাল থাকবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ওই নির্বাচনে যদি আপনারা না আসেন, আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে।

বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির কিছু এনজিও, সুশীল সমাজের কিছু লোকজন বিভিন্ন দূতাবাসে ধরনা দিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরণীর বিষয়ে হস্তক্ষেপ করতে বলছে। এরা চায় দেশের সব কিছু ধ্বংস করতে। গণতন্ত্র হত্যা করে আবার জিয়া-এরশাদের মতো একটি সরকার বাংলাদেশে আসুক। কিন্তু জিয়া-এরশাদের মতো কায়দায় বাংলাদেশে আর সরকার পরিবর্তন হবে না। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন, বলেন কামরুল।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই অপশক্তির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। আগামী দিনে আমরা তাদের ষড়যন্ত্র প্রতিহত করবো।

Comments