রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট

novoair.jpg
ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে নভোএয়ার।

আজ বৃহস্পতিবার রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধন অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান এবং নভোএয়ার ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে সরাসরি ফ্লাইট ছাড়বে এবং কক্সবাজার পৌঁছাবে দুপুর ১২টায়। একইভাবে প্রতি রোববার কক্সবাজার থেকে বিকেল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। একমুখী ফ্লাইটের ভাড়া ৫ হাজার ৯০০ টাকা থেকে শুরু হবে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী ও কলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

Comments