আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় জেলার সখীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হাসান তন্ময় (১৩) সখীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সোহেল রানার ছেলে এবং স্থানীয় পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্যদের বরাত দিয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যা ৬টার দিকে ৫ তলা ভবনের ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে নিচ থেকে বাঁশ ওঠাচ্ছিল তন্ময়। এসময় পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে বাঁশটির স্পর্শ হয়। ওই বাঁশটি কাঁচা হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয় তন্ময়।'

'পরে আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

2h ago