দুরন্ত বিপ্লব হত্যা মামলার তদন্ত পিবিআইকে দেওয়ার আবেদন পরিবারের

দুরন্ত বিপ্লব। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তরের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

নিহতের বোন শাশ্বতী বিপ্লব আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা মনে করি আমার ভাইয়ের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। আমি আইজিপির কাছে আবেদন করেছি যেন মামলাটি তদন্তের জন্য পিবিআইকে হস্তান্তর করা হয়, যেহেতু তারা একটি বিশেষায়িত ইউনিট।'

নিখোঁজের ৫ দিন পর গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় নদীতে ভাসমান অবস্থায় বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের সদস্যরা মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করে।

রোববার মরদেহের ময়নাতদন্তের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ মফিজউদ্দিন নিপুণ জানান, নিহতের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।'

সোমবার নিহতের বোন শাশ্বতী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। 

মামলায় বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দুরন্তকে অজ্ঞাত স্থানে হত্যা করে।'

মামলার পর তদন্তের দায়িত্ব নৌ-পুলিশকে দেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

20m ago