বালু নদী থেকে ৪৫ কেজি ওজনের বস্তায় বাঁধা মরদেহ উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁওয়ে বালু নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের শরীরে বাঁধা ছিল পাথরবোঝাই বস্তা।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা অঞ্চলের ডেমরা রাজাখালি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, 'খবর পেয়ে গতকাল সন্ধ্যায় কায়েতপাড়া বাজার সংলগ্ন বালু নদীতে ভাসমান ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের নাভী বরাবর পেটের সঙ্গে অন্তত ৪৫ কেজি টুকরো পাথরবোঝাই একটি প্লাস্টিকের বস্তা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল।'

তিনি আরও বলেন, 'মরদেহটি পচে ফুলে গেছে। এজন্য কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না। তবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিআইডি (ক্রাইমসিন) ওই যুবকের আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করেছিল। তবে আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি।'

তিনি জানান, ওই যুবকের গায়ে ছিল হালকা সবুজ রঙের একটি ফুলহাতা গেঞ্জি, তবে নিচের অংশে কোনো পোশাক ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ এবং ১২ নভেম্বর বুড়িগঙ্গা নদী থেকে আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

8m ago