২৪ ঘণ্টায় শনাক্ত ০.৯১ শতাংশ, মৃত্যু নেই

ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৯১ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ০.৯২ শতাংশ এবং সোমবার শনাক্তের হার ছিল ০.৮৫ শতাংশ। গতকাল করোনায় ২ জনের এবং সোমবার ১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের এবং ২ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ১১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

Comments

The Daily Star  | English

Protect our embassies, staff in India: Dhaka tells New Delhi

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

11m ago