সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

কারাবন্দিদের চিকিৎসা দিতে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সব কারাগারে চিকিৎসকদের শূন্যপদে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিনের দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ মৌখিকভাবে এই আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্ট বলেছেন, সারাদেশের কারাগারে আটক বন্দীরা অসুস্থ বোধ করলে তাদের যথাযথ চিকিৎসা দিতে হবে। কারণ তাদের চিকিৎসা পাওয়ার আইনগত অধিকার আছে।

হাইকোর্ট বলেন, বন্দীদের সাধারণত কারাগারে আটকে রাখা হয়। অসুস্থ হয়ে পড়লে তাদের যথাযথ চিকিৎসা না দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

এ বিষয়ে পিটিশনকারী জে আর খান রবিন দ্য ডেইলি স্টারকে বলেন, '৬৮টি কারাগারে মাত্র ৪ জন চিকিৎসক রয়েছেন। যেখানে ৮৩ হাজার কারাবন্দি আছেন।'

কারাগারগুলোতে চিকিৎসকের মোট ১৩৭টি পদ এখনো শূন্য রয়েছে বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago