মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখান এনআরএসসির

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এনআরএসসির বৈঠক। ছবি: স্টার

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি)।

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এনআরএসসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
 
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।'

তিনি বলেন, 'সরকার থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করবে।'

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago