চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর

এফডিসি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ছবি: স্টার ফাইল ফটো

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

আজ মঙ্গলবার ২০২৩-২৪ মেয়াদের এই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ৫ ডিসেম্বর মনোনয়নপত্র কেনা শুরু হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর।'

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন আব্দুল লতিফ বাচ্চু। অন্য ২ কমিশনার হবেন চিত্রপরিচালক বি এইচ নিশান ও শামসুল আলম।

পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে ২ প্যানেলে প্রার্থী হচ্ছেন নির্মাতারা। শোনা যাচ্ছে এক প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন জাকির হোসেন রাজু।

সেই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন ছটকু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অপূর্ব রানা।

অপর প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কাজী হায়াৎ। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী থাকছেন শাহীন সুমন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago