রংপুরে আইনজীবী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রংপুর নগরীতে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আসাদুল হক (৬০) হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর তাজহাট থানা এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের রতন মিয়া (৩২) এবং খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৬)।

এ ছাড়া, এই মামলার আসামি মোর্শেদা বেগমের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, নিহত আইনজীবী আসাদুল হক রংপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি ছিলেন।

২০২০ সালের ৫ জুন ঘটনার দিন দুপুর দেড়টার দিকে চুরি করতে গিয়ে আইনজীবীর হাতে ধরা পড়েন রতন। এ সময় তিনি আসাদুল হকের গলায় ও পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা রতনকে আটক করে পুলিশে খবর দেয়। তাজহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আসাদুল হকের ছোট মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে ওইদিনই রতন ও সাইফুলকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তে মোর্শেদা বেগমের নাম উঠে আসে। মোর্শেদা বেগম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রতনের মা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি আব্দুল মালেক রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, 'আমরা ন্যায়বিচার পেয়েছি।'

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

14m ago