‘এ সরকারের সময়কালে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংবিধান বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে এবং তার অধীনে নির্বাচনে দেশে জাতীয় সরকার গঠন করা হবে।

ফরিদপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজ শনিবার ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আব্দুর আজিজ ইনস্টিটিউশনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সেসময় মির্জা ফখরুল বলেন, 'আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা চাইনি আমার ছেলেরা পড়াশোনা শেষ করে হকারি করবে, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করবে, ভালো চাকরির ব্যবস্থা তাদের হবে না।'

তিনি বলেন, 'এ সরকারের সময়কালে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। বলা হয়েছিল ১০ টাকা সের চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, বিনামূল্যে সার দেবে- তার কিছুই হয়নি।'

এসময় ফরিদপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন মির্জা ফখরুল। 

হাজী শরীয়তুল্লা, দুদু মিয়ার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে তিনি বলেন, 'এ এলাকার মানুষ লড়াই করেছেন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। তার উত্তরাধিকার হিসেবে গত ৩ দিন ধরে মানুষ এ মাঠে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সমবেত হয়েছেন।'

আন্দোলনে মৃত্যু হওয়া ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'গণতন্ত্রের সংগ্রামে ৫ জন শহীদ হয়েছেন, এ রক্তদান বৃথা যেতে পারে না।'

যুবক-তরুণদের উদ্দেশে তিনি বলেন, 'শুধু সেলফি তুললে হবে না, ইস্পাত কঠিন হয়ে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ দেশের রাজনীতি, অর্থনীতি সব ধংস করে দিয়েছে, এরা নির্বাচিত সরকার নয়।'

মির্জা ফখরুল বলেন, 'সরকার থেকে বলা হয় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল, বিএনপি এক রাতের মধ্যে সংবিধান সংশোধন করে বিল পাশ করেছিল, কিন্তু তা আওয়ামী লীগ বাদ দিয়েছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের কাজ হচ্ছে সংবিধান ধ্বংস করা, ১৯৭৫ সালে একবার করেছিল। শেখ মুজিব দুঃখ করে বলতেন, তার চারপাশে চোর। আজ সব জায়গা থেকে টাকা পাচার করা হচ্ছে, মেগাপ্রকল্প থেকে শুরু করে দুস্থদের ভাতাও বাদ যাচ্ছে না।'

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, 'একবার তিনি বলেছিলেন, রিজার্ভের টাকা কি চিবিয়ে খেয়েছি। এর উত্তরে আমি বলেছিলাম- চিবিয়ে নয়, গিলে খেয়েছেন।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এটা ভুতের মুখে রাম নাম। প্রশ্ন করি- আপনাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা কী। আপনাদের গণতন্ত্র মানে কী এই যে, অন্য কাউকে কিছু বলতে দেব না।'
 
মির্জা ফখরুল বলেন, 'তারা (আওয়ামী লীগ) মনে করে এ দেশ তাদের বাবার দেশ, আর সবাই চাকর-বাকর। কিন্তু এ অবস্থা আর চলবে না, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না।'

Comments

The Daily Star  | English

Adviser AF Hassan Ariff passes away

He was the incumbent adviser to the ministries of land, and civil aviation and tourism

3h ago