রাজশাহীর গণসমাবেশে বাধা দিলেই প্রতিরোধ: মিজানুর রহমান মিনু

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য দেন মিজানুর রহমান মিনু। ছবি: স্টার

বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে ৩০ নভেম্বর থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করবেন। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের সেখানেই প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, শুধু বাস, ট্রাক বা ট্রেন নয় পায়ে হেঁটেও মানুষ রাজশাহীর সমাবেশে আসবেন। সমাবেশস্থল মাদ্রাসা মাঠই শুধু নয়, পুরো নগরী সেদিন জনসমুদ্রে পরিণত হবে।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আজ শনিবার সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় এসব কথা বলেন মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, রাজশাহী বিভাগের মানুষ বাঁশের লাঠি হাতে সব বাধা অতিক্রম করে গণসমাবেশ সফল করবে। শুধু নাটোর থেকেই লক্ষাধিক মানুষ সমাবেশে অংশ নেবে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় জেলা, ৭ উপজেলা ও ৮ পৌর ইউনিট বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

4h ago