ফরিদপুর সমাবেশস্থলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফরিদপুরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সমাবেশের মঞ্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সমাবেশস্থলে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে যান। এ সময় তিনি মঞ্চে উঠে সমাবেশের প্রস্তুতি দেখেন।

আগামীকাল শনিবার সকাল ১১টায় এই মাঠে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশে অংশ নিতে মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা আগের দিনই পৌঁছে গেছেন ফরিদপুরে। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির দুই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান মির্জা ফখরুলের সঙ্গে সমাবেশস্থলে যান। 

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও ফরিদপুরের  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ গণমাধ্যমকে বলেন, 'তিন দিন ধরে সমাবেশস্থলে লোক আসছেন। আজ জুমার নামাজের পর থেকেই সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।'

'সরকার সমাবেশে যেতে বাধা সৃষ্টি করছে' উল্লেখ করে তিনি বলেন, 'আমরা তার কড়া জবাব দেবো এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। এখান থেকে আমরা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেবো।'

 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago