মালদ্বীপে আগুনে ২ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম। ছবি: লেখক

মালদ্বীপে ভয়াবহ আগুনে ২ বাংলাদেশি নাগরিকসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বাকি ৯ জন ভারতীয় নাগরিক। তারা সবাই প্রবাসী নারীকর্মী।

এ ঘটনায় আহত ১৪ জনের মধ্যে ১ জন বাংলাদেশি পুরুষ কর্মীও আছেন। তিনিও মারত্মক দগ্ধ হয়েছেন।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে রাজধানী মালের মাফান্নুর ইস্কান্দার মাগু এলাকায় প্রবাসী কর্মীদের একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সেনরোজ নামের ওই ভবনের নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময়  সবাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে বেশিরভাগ অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন।

প্রতিবেশী বাংলাদেশিরা বলছেন, বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন। তারা ভবন থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেছেন।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে।

গুরুতর দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, হতাহতের হিসেবে এটি মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি।

মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থলের পাশাপাশি মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।

তারা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি পুরুষ কর্মীর খোঁজ নেন।

লেখক: মালদ্বীপপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago