যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

সিনেট, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এগিয়ে

যুক্তরাষ্ট্রে ভোট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেছে নেওয়া হচ্ছে কংগ্রেস সদস্যদের। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনায় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাথমিক গণনায় বিরোধী রিপাবলিকান পার্টি ৪২ ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ৪১টি আসন পেয়েছে।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছেন ১৫৭ আসন ও ডেমোক্রেটরা পেয়েছেন ৯৩টি।

আজ বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশের অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন সেগুলোয় গণনা চলছে।

নির্বাচনের প্রচারণায় প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা করেছিলেন যে তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষ না হলেও এক কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরাও তাই ভাবছিলেন। কিন্তু, এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে আশাতীতভাবে ভালো ফল করছে।

Comments

The Daily Star  | English

Election must be held within December: Tarique

BNP Acting Chairman Tarique Rahman has said the upcoming national election must be held within December..He made the call during a rally titled "Establishing the Political Rights of the Youth", organised jointly by Jatiyatabadi Chhatra Dal, Jubo Dal, and Swechchhasebak Dal in front of BNP’

18m ago