চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু

এসআই মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসআই (উপসহকারী পরিদর্শক) মোস্তাফিজুর রহমান মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। 

মৃত এসআই মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের আকবর শাহ থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

গত শনিবার বড়পোল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-পাহাড়তলী জোন) এ কে এম মহিউদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মাথায় গুরুতর আঘাত নিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয়।'

মহিউদ্দিন সেলিম জানান, এসআই মোস্তাফিজুরের স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন। চট্টগ্রামে তিনি একাই থাকতেন। তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ছোট মেয়ে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আর ছেলে ঢাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

48m ago