প্রশ্নপত্র মুদ্রণে ভুল, কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত
প্রশ্নপত্রে মুদ্রণজনিত ভুলের কারণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন ও পুরাতন সিলেবাসের আজকের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, দুই ঘণ্টার পরীক্ষাটি আজ দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কিছু কেন্দ্রে পুরনো সিলেবাসের শিক্ষার্থীরা নতুন সিলেবাসের প্রশ্নপত্র এবং নতুন সিলেবাসের পরীক্ষার্থীরা পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র পেয়েছেন।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলেন, নতুন সিলেবাসের অনেক পরীক্ষার্থী পুরনো সিলেবাসের প্রশ্নপত্র পাওয়ার অভিযোগ করার পর পরীক্ষা স্থগিত করা হয়।
তিনি বলেন, 'আমরা সারা দেশে অনেক কেন্দ্র থেকে এ ধরনের অভিযোগ পেয়েছি।'
Comments