‘ক্ষতি করতে গিয়ে প্রশাসন আমাদের উপকার করেছে’

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীদের দিয়ে ভরে যায় বঙ্গবন্ধু উদ্যান ও আশপাশের এলাকা। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের জন্য এই ছাউনির ব্যবস্থা করেছে। এজন্য তারা একটা ধন্যবাদ অবশ্যই পেতে পারে। আমাদের ক্ষতি করতে গিয়ে তারা আমাদের উপকার করেছেন।

বরিশালে আজ বিএনপির সমাবেশস্থলের পাশেই বঙ্গবন্ধু উদ্যানের মূল মঞ্চ ফাঁকা রাখতে বলেছিল জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের জন্য সেখানে ত্রিপলের ছাউনি দিয়ে মঞ্চ তৈরির কাজ চলছে। কিন্তু বিএনপির জনসমাবেশে উদ্যান পুরোপুরি ভরে যাওয়ায় অনেক নেতা-কর্মী প্রশাসনের তৈরি মঞ্চ ও ছাউনিতে অবস্থান নেন। দুপুরে রোদের মধ্যে এই ছাউনি তাদের জন্য স্বস্তিদায়ক ছিল। উদ্যানে বঙ্গবন্ধুর মুর‌্যাল ও স্থায়ী মঞ্চ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল।

এ ব্যাপারে বিএনপি নেতা আলাল বলেন, আওয়ামী লীগ যদি চুলকানি না দিত তাহলে কি আপনাদের এমন জেদ জাগত? এ জন্য সর্বস্তরের জনগণকে টুপিখোলা ধন্যবাদ।

প্রশাসনের এই মঞ্চের ব্যাপারে বিএনপির নেতারা আগে বলেছিলেন, বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে এই মঞ্চ তৈরি করা হয়েছে।

বিএনপি মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, আমাদেরকে বলা হয়েছে স্থায়ী মঞ্চ থেকে ২০০ ফুট ফাকা রেখে ব্যবহার করতে। এর ফলে আমাদের মঞ্চ ঢাকা পড়ে যায়। এসবই আমাদের সমাবেশ বাধাগ্রস্ত করার জন্য করা হয়েছে বলে মনে করছি।

 

Comments

The Daily Star  | English

University student unions: Student bodies split over polls timing

With Dhaka and Jahangirnagar universities gearing up for student union elections, the student bodies are now sharply divided over when the polls should be held.

8h ago