‘হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে’

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিটু দাস/স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল আমরা বলেছি, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু আমাদের অবস্থান খুবই পরিষ্কার। হাসিনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সংসদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আজ শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ এখন এই সরকারের কবল থেকে মুক্তি চায়। আমাদের অবস্থান পরিষ্কার- বাংলাদেশকে ফিরিয়ে দিন, ফয়সালা হবে রাজপথে।'

বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত বঙ্গবন্ধু উদ্যান। ছবি: টিটু দাস/স্টার

'দেশে দুর্ভিক্ষ হতে পারে' প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, 'প্রধানমন্ত্রী এখন দুর্ভিক্ষের কথা বলছেন কেন? এমনকি কিছুদিন আগেও তারা (সরকার) সর্বত্র উন্নয়নের দাবি করেছেন। মানুষ আর এ ধরনের উন্নয়ন চায় না।'

দেশকে বাঁচাতে সব ধরনের বিভেদকে কবর দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করব। আমরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন নই, আমরা জনগণের সঙ্গে থাকি।'

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ 'দুঃশাসন ও অপকর্মের' মাধ্যমে একেরপর এক দেশের সব অর্জন ধ্বংস করেছে।

হামলা ও মামলা দায়ের 'অবৈধ' সরকারের অস্ত্র বলে অভিযোগ করে এই মির্জা ফখরুল বলেন, 'প্রথমে হামলা, পরে মামলা।'

দেশের অর্থনীতির করুণ চিত্র তুলে ধরে তিনি বলেন, 'কোটি কোটি টাকা মালয়েশিয়া, কানাডাসহ অন্যান্য দেশে পাচার করে দেশকে ঝুঁকিতে ফেলা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Stay alert against conspiracies: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged all to stay alert, warning that conspiracies are underway to once again plunge Bangladesh into new dangers

53m ago